UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশি বন্দি

usharalodesk
মার্চ ২০, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩২৮ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন। গ্রেফতারকৃতদের মধ্যে ২০৪ জন বাংলাদেশি ও বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক।
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাতে কুয়ালালামপুরের জালান ইম্বির ৩টি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ জানিয়েছেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন অংশ নেন। এদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে। এদের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। একসাথে থাকা এসব শ্রমিকদের থাকার জায়গা সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী করা হয়েছে কি না- তা নিয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।গ্রেফতারকৃতদের তদন্তের জন্য বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। এদের বিরুদ্ধে ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

(ঊষার আলো-আরএম)