বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান স্নাতকোত্তরে প্রথম হয়েছে। তার অর্জিত সিজিপিএ ৩.৯৭। মঙ্গলবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার ফলাফলের বিষয়টি প্রকাশ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মহিউদ্দিন খান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের সেশনের ছাত্র। অনার্সে তার সিজিপিএ ৩.৯৩। এককভাবে তিনি প্রথম শ্রেণিতে প্রথম। আর মাস্টার্সের প্রথম সেমিস্টারে সিজিপিএ-৪ এ চার পেয়েও প্রথম হন তিনি। বর্তমানে তার মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে তিনি সিজিপিএ পেয়েছেন ৩.৯৭ এবং জিপিএ ৩.৯৪ দেখানো। তার বাড়ি জয়পুরহাট জেলায়।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন- আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ! মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময়ে এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা-অনিশ্চয়তার দোলাচলে মাস্টার্সের জার্নিটাও অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে। তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের চাইতে তো কিছুটা আলাদাই।
ঊষার আলো-এসএ