UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিজোরামে পাথর কোয়ারি ধস, ৮ শ্রমিকের মৃত্যু

ঊষার আলো
নভেম্বর ১৫, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৪ শ্রমিক। তাদের উদ্ধারে কাজ চলছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১৪ নভেম্বর) দুপুরের খাবার খেয়ে কাজে ফেরার পরপরই পাথর কোয়ারিটি ধসে পড়ার ঘটনা ঘটে।

এরপর সেখানে শ্রমিকরা আটকা পড়েন। তাদের মধ্যে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। নিখোঁজ ৪ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিট ফোর্স এবং আসাম রাইফেলসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। মিজোরামের হাতিয়াল জেলার পাথর কোয়ারিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। আড়াই বছরে ধরে পাথর কোয়ারিটিতে কার্যক্রম চলছিল।

ঊষার আলো-এসএ