UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে এলোপাতাড়ি গুলি, নিহত আরও ৭

usharalodesk
মার্চ ১১, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর আবারও এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে আরও ৭জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হল ইয়াঙ্গুনের নর্থ ডাগন জেলার, বাকি ৬জন সেন্ট্রাল টাউনের।

হাসপাতালে মৃতদেহ নিয়ে যেতে সহায়তা করা ৩১ বছর বয়সী এক যুবক জানান, আমরা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করছিলাম। আমি বিশ্বাসই করতে পারছি না যে তারা এমনটা করতে পারে।

মিয়ানমারের অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারর্স অ্যাডভোকেসি গ্রুপ বলছে, বৃহস্পতিবারের (১১ মার্চ) এই হত্যাকাণ্ড ছাড়াও এর আগে আরও ৬০ জন নিহত হয়েছেন। পহেলা ফেব্রুয়ারি হতে এখন পর্যন্ত আটক হয়েছেন ২ হাজারের বেশি। ধরপাকড় সত্ত্বেও আজ বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এমন একটি সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যখন দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে শান্তিপূর্ণ প্রতিবাদের ভেতর রণক্ষেত্রের অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল।

(ঊষার আলো-এফএসপি)