UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে লজ্জাজনক সশস্ত্র বাহিনী দিবস পালন করছে জেনারেলরা

usharalodesk
মার্চ ২৭, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসে ৬৪ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২৭ মার্চ শনিবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, মান্দালয়াসহ বিভিন্ন শহরে আটকদের মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়।
জান্তাবিরোধী গোষ্ঠী বিআরপিএইচের মুখপাত্র ডা. সাসা বলেছেন, আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক। ৩ শতাধিক নিরপরাধ মানুষকে হত্যার পর সশস্ত্র বাহিনী দিবস পালন করছে জেনারেলরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জান্তা সরকারের দাবি, জনগণকে সুরক্ষা ও গণতন্ত্রের জন্য লড়াই করছে তারা।
ইয়াঙ্গুনের দালা উপশহরে পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভে জড়ো হওয়া লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি করেছে নিরাপত্তা বাহিনী।
রাজধানী নেইপিদোতে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করার পর ফের নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে শীর্ষ জেনারেল মিন অং হ্লাইং। তিনি বলেছেন, সেনাবাহিনী গণতন্ত্র রক্ষায় পুরো জাতির সঙ্গে মিলে কাজ করতে চায়।

(ঊষার আলো- এম.এইচ)