ঊষার আলো ডেস্ক : চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে চারটার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী।
তিনি বলেন, ভাসান চর থেকে পালিয়ে আসা ৬ পরিবারের ১৪ জন সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালের মাধ্যমে পালিয়ে আসার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এর আগে ৩০ মে ভাসানচর থেকে পালানোর সময় উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ দশ রোহিঙ্গা ও তিন দালালকে আটক করেছে মীরসরাই জোরারগঞ্জ থানা পুলিশ।
(ঊষার আলাে-এমএনএস)