UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা সন্তানদের পরিবার ও অসহায় শীতার্তদের  মাঝে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি 
জানুয়ারি ১৬, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সহ  দক্ষিণঅঞ্চলে বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও প্রচন্ড শীতের প্রকোপে জনজীবন প্রায় বিপর্যস্ত। তাই মুক্তিযোদ্ধা সন্তানদের পরিবার ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে বাগেরহাট জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাগেরহাট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে এই  কম্বল বিতরণ করা হয়।জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে  মঙ্গলবার  (১৬জানুয়ারী) দুপুরে  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে সভাপতি  সাংবাদিক মাসুম হাওলাদার এর সভাপতিত্বে প্রায় দুইশত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
 এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক কমান্ডার শেখ শওকত হোসেন, বিশেষ বিশেষ অতিথি ছিলেন  সাবেক সদর উপজেলা ডেপুটি কমান্ডার ডাক্তার আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ করিম, বীর মুক্তিযোদ্ধা খসশু শেখ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, বীর মুক্তিযোদ্ধা হাকিম শেখ,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ রশীদী,
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক শিকদার রেজাউল কবির, সহসভাপতি খান মাহবুবুর রহমান বাদল,জাহিদুল ইসলাম পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুর উজ্জামান, সাংগঠনিক সম্পাদক, সাজ্জাদ হোসেন লিমন, মেহেদী হাসান রনি, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মহিবুল্লাহ মুরাদ, সদর উপজেলা আহবায়ক শাহিন হালদার,সদস্য সচিব কবিরুল ইসলাম নান্নু যুগ্ম আহবায়ক সামিম হোসেন বাবু, যুগ্ন আহবায়ক শেখ রিজওয়ান আহমেদ, সহ   জেলা ও উপজেলার সকল পর্যায়ের সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।