UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুখ পরিষ্কার রেখে কমাতে পারেন করোনার ঝুঁকি

usharalodesk
সেপ্টেম্বর ৭, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আমরা জানি করোনাভাইরাস যখন মুখ থেকে ফুসফুসে পৌঁছে যায়, তখনই তার প্রভাব মারাত্মক হয়ে ওঠে। এ জন্যই মুখ পরিষ্কার রাখা খুব জরুরি।

সম্প্রতি ‘ওরাল মেডিসিন অ্যান্ড ডেন্টাল রিসার্চ’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণা বলছে, মাউথওয়াশে এমন কিছু পদার্থ থাকে যা করোনার সংক্রমণ কম করতে পারে। কিন্তু আপনি যদি দাঁত পরিষ্কার রাখেন তবে ফুসফুসে পৌঁছানোর আগেই ভাইরাসকে ধ্বংস করা সম্ভব।

গবেষণা অনুযায়ী, যাদের দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আছে, তাদের রক্তের মাধ্যমে ভাইরাস অনেক দ্রুত মুখ থেকে ফুসফুস পর্যন্ত পৌঁছে যায়। প্রমাণ মিলেছে যে, নিঃশ্বাসের তুলনায় রক্তের মাধ্যমে অনেক দ্রুত ফুসফুসে আক্রমণ করছে ভাইরাস। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়েন চ্যাপেল জানান, এ গবেষণা থেকে আমরা বুঝতে পারি কারো ফুসফুস কেন আক্রান্ত আর কারো কেন হয় না।

গবেষকরা লক্ষ করেন যে মাড়িতে যে রোগ হয় তা মাড়িকে ফুটো করে তোলে, ফলে অণুজীবগুলো রক্তে প্রবেশ করতে পারে। মাড়ির রক্তনালী থেকে ভাইরাস ঘাড় তারপর বুকের শিরার মধ্য দিয়ে চলে যায় যা পরিবর্তীতে ফুসফুসে যেয়ে পৌঁছায়।

গবেষণা বলছে যে, যাদের দাঁতে খাবার জমে জমে নোংরা স্তর পড়ে যায়, তাদের ক্ষেত্রেও ভাইরাস মুখ থেকে ফুসফুস পৌঁছে যাচ্ছে আরো তাড়াতাড়ি। তাই দাঁত মাজা ও মাউথওয়াশ ব্যবহার করা ও নিয়মিত ফ্লস করার মতো সাধারণ অভ্যাসগুলো আপনার শরীরে করোনার প্রভাব কম করতে পারে।

(ঊষার আলো-এফএসপি)