UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে নারীর লাশ উদ্ধার

ঊষার আলো
মে ১৩, ২০২১ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে ১ নারীর লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে শারমীন নামে ২২ বছর বয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
১২ মে বুধবার সকালে ওই ভবনে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত ওই নারীর বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বান্যপুর গ্রামের আব্দুল জাব্বার মিয়ার মেয়ে বলে জানা যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রহস্য উদঘাটনের জন্য আমরা কাজ করতেছি ।

(ঊষার আলো- এম. এইচ)