UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে নিজের মৃত্যু

usharalodesk
জুন ৬, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাইক্লিং করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০১৮ সালে মারা যান রোক্কো। তার ৩ বছর পর আরেক ভাই জিউসেপ্টে পেরিনো ফুটবল মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন। ম্যাচটা আয়োজন করা হয় মৃত রোক্কোর স্মরণে। সেই ম্যাচেই খেলতে নেমে পিরোনো চলে যান না ফেরার দেশে।

গত বুধবার ইতালির নেপলসে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। ইতালির দ্বিতীয় সারির ফুটবল ক্লাবে খেলেন জিউসেপ্টে পেরিনো। ২০১২ সালে ইবোলিতানা থেকে তিনি পার্মায় যোগ দেন।

ফুটবল মাঠে খুব পরিচিত মুখ পেরিনো। তবে সেই ফুটবল খেলতে গিয়ে খবরের শিরোনাম হলেন তিনি। পেরিনো মৃত ভাইয়ের স্মরণে ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রতি দলে ৫জন করে খেলোয়াড় নিয়ে এ ম্যাচ আয়োজন করা হয়েছিল।

ম্যাচ চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তার। চিকিৎসকরা মাঠে ঢুকে ট্রিটমেন্ট শুরু করলেও তার আগেই না ফেরার দেশে চলে যান পেরিনো। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে।

(ঊষার আলো-এফএসপি)