UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে কুপিয়ে মারলেন বাবা

ঊষার আলো ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কাপাসিয়ায় ধরপাড়া এলাকায় নিষেধ অমান্য করে কাঁঠাল পাড়তে যাওয়ায় মেয়েকে কুপিয়ে হত্যা করেছে বাবা। অভিযুক্ত বাবার নাম সারফুদ্দিন আর মেয়ের নাম স্মৃতি আক্তার।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, নিহতের বাবা সারফুদ্দিন ৬টি বিয়ে করে বিভিন্ন এলাকায় থাকেন।তার প্রথম স্ত্রীকে দেওয়া জমিতে কাঁঠাল কাটতে গেলে তার সন্তানদের সঙ্গে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মেয়ে স্মৃতিকে চুলের মুঠি ধরে কোপাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুই সন্তানের জননী স্মৃতি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের দুবরিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।