ঊষার আলো ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই বছরের মেয়েকে সাথে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তার মেয়ে। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
তবে, এখনও তাদের নাম-পরিচয় মেলেনি। আজ সকালে ওই এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস নামে একটি ট্রেনের নিচে নিজ সন্তানকে কোলে নিয়ে ঝাঁপ দেন মা।
এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হলেও মেয়ে প্রাণে বেচে যায়। আহত মেয়েটিকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
(ঊষার আলো-আরএম)