মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরে দুর্ঘটনাকৃত অয়েল ট্যাংকারটি উদ্ধার করা হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন মোংলা বন্দর কতৃপক্ষ।
মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ উপ সচিব মোঃমাকরুজ্জামান মুন্সি বলেন শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের ১৫ নং বয়ায় এম.টি মনোয়ারা নামের একটি তেলের ট্যাংকার চ্যানেলের এর বাইরে চলে যায় এবং সামনের অংশ পুরানো Wreck Ocean Wave এর সাথে সামনের অংশে ধাক্কা লাগে এর ফলে ট্যাংকারটি (Ballast tank) ছিদ্র হয়ে ডুবে যায়, ট্যাংকটি কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌ-বাহিনীর তত্ত্বাবধানে থাকে, নৌ-বাহিনীর ডুবুরি দলের সহায়তায় ট্যাংকারটির (Ballast tank)ছিদ্র হওয়া অংশ মেরামত করা হয়। মেটামত শেষে শনিবার রাত ৯টার সময় তেলের ট্যাংকারটি জোয়ারের সাথে সাথে ভেসে উঠে। বর্তমানে তেলের ট্যাংকারটি কোস্ট গার্ডের তত্ত্বাবধানে মোংলা বন্দরের চ্যানেলে অবস্থান করছে। পবরর্তীতে এটি মোংলা বন্দর কর্তৃপক্ষের টাগ বোর্ড (সুন্দরবন) এর সহায়তায় খুলনার খালিশপুরস্থ যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড এর কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।