UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলার দিগরাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ 

koushikkln
আগস্ট ২৯, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : ”সংঘাত নয়, শান্তির বাংলাদেশ চাই” ”ধর্ম যার যার, রাস্ট্র সবার” শ্লোগানে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মোংলা উপজেলার দিগরাজ বাজারে উপজেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের আয়োজনে ২৯ আগস্ট সোমবার বিকেলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক মো. নূর আলম শেখ, অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমীন, অধ্যাপক অসিত সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলা যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা অর্ধেন্দু শেখর বিশ্বাস, শ্যামল দেওয়ান, শিক্ষক নিরাপদ হালদার, পুরোহিত বিভূদান সরদার, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের মোংলার সমন্বয়কারী কাজী মিজানুর রহমার, প্রসেনজিৎ হালদার, ব্রেভ ইয়ুথ লিডার হাছিব সরদার প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ হওয়ার কথা ছিলো অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং শোষণহীন বাংলাদেশ। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে বার বার অসাম্প্রায়িক চেতনার বাংলাদেশের উপর আঘাত হানছে। বক্তারা আরো বলেন ”ধর্ম যার যার, রাস্ট্র সবার” নীতিতে দেশ ও সমাজ পরিচালনা করতে হবে। পাশাপাশি ধর্মে ধর্মে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিবেদিত হতে হবে। বক্তরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মানবিক গুনাবলীসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।