UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলো নৌবাহিনী

koushikkln
এপ্রিল ২৪, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে খুলনা নেভাল এরিয়ার তক্তাবধানে শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার ও দক্ষিণ চর এলাকার ১৫০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় ১০০ টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যেছিল চাল, আটা, লবন, বুটের ডাল ও ছোলা এবং ১০০ টাকা করে আর্থিক সহায়তা। এছাড়াও একইদিনে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীর খুলনার সোনাডাঙায় হাফিজ নগর বস্তি এলাকায় ২৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

অন্যদিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বা নৌ জা শেরে ই বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় দুস্থ ১৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং নৌঁঘাটি সোলাম কর্তৃক মাথাভাঙা এলাকার ৭৫ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।