মোংলা প্রতিনিধি : মোংলায় ১০৫ পিচ ইয়াবাসহ এক জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ফ্রেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত কোবাদগ ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ ০১ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামঃ মোঃ আলমগীর হোসেন (২৯), পিতাঃ জাফর আলী, গ্রামঃ চাদনীমুখা, থানাঃ শ্যামনগর ও জেলাঃ সাতক্ষীরা।পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়