মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মোংলায় করোনায় প্রকোপে অসহায় হয়ে পড়েছে দিন মজুর, ক্ষুদার যন্ত্রণায় ভুগছে হাজারো মানুষ, সামনে ঈদুল আযহা, ঠিক সেই মূহুর্তে দ্বিতীয় বারের মত ২০০পরিবার বাছাই করে রবিবার সকালে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ২০০ পরিবারের মাঝে, করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য নিজস্ব অর্থায়নে মানুষের বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন “মোংলা বন্ধু ফাউন্ডেশন”।
করোনা ভাইরাস মহামারীতে বিপাকে পড়া ২০০ পরিবারের বাসায় গিয়ে পৌছে দেয়া হয় বাজার, রবিবার সকাল থেকেই পায় হেটে হেটে সকাল ১০ টা থেকে মোংলা পৌরসভা, এবং বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ২০০ পরিবারের বাসায় বাসায় পৌছে দেয়া হয় খাদ্যসামগ্রী, মোংলা বন্ধু ফাউন্ডেশনের ত্রাণ বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, কমলেশ মজুমদার, এ সময় উপজেলা নির্বাহী অফিসার, কমলেস মজুমদার বলেন, মোংলা বন্ধু ফাউন্ডেশন মানুষের কল্যানে কাজ করছে, দ্বিতীয় বারের মত তারা খাদ্য সামগ্রী বিতরণ করলো, ঈদকে সামনে রেখে তাদের এই ঈদ উপহার ২০০ ফ্যামিলীর মুখে হাসি ফুটাবে এটাই আনন্দের, আমি দোয়া করি, মোংলা বন্ধু ফাউন্ডেশনের দ্বারা সমাজের আরো কল্যান হোক, খাদ্য সামগ্রী বিতারন কালে আরো উপস্থিত ছিলেন মোংলা বন্ধু ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।