মোংলা প্রতিনিধি : রহমত মাগফেরাত নাজাতের মাস পবিত্র মাহে রমজান। অথচ সেই রমজান মাসকে পুজিকরে বেপরোয় হয়ে উঠেছে একধরনের অসাধু কলা ব্যাবসায়িরা। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহীরে চলে গেছে কলার দাম, রমজানের আগে যে কলা কিনতে হতো ২০/২৫ টাকা হালী বর্তমানে সেই বাংলা কলার দাম ৪০/ থেকে ১০০টাকা।
সরজমিনে মোংলা পৌর শহরের কলেজ মোড়, বটতলা,কুমার খালি, দিগরাজ, এবং মোংলা বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখাগেছে। কলেজ মোড় এলাকার কলা বিক্রেতা বহাদুর বলেন আগে যে কলা কিনতে হতো ২০০থেকে ৩০০টাকা পোন এখন সে কলা আড়ৎ থেকে কিনতে হচ্ছে ৪০০থেকে ৬০০টাকা দরে তাই আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
কলা কিনতে আসা ভ্যান চালক ওসমান বলেন কলা কিনতে এসে আমার মাথা ঘুরাচ্ছে, এতো দাম দিয়ে কলা কিনে আমার পক্ষে রোজা থাকা সম্ভব না, প্রয়োজনে আমি কাঁচা মরিচ আর পেয়াজ দিয়ে ভাতখেয়ে রোজা থাকবো।
মোংলা পোর্ট পৌরসভার সাবেক কাউন্সিলর ইমরান হোসেন বলেন রমজান মাসকে পুঁজি করে এক ধরনের অসাধু আড়ৎ দাররা কলার দাম বাড়িয়ে বিক্রি করছে, যার ফলে সাধারণ মানুষ অতিরিক্ত দাম দিয়ে কলা কিনতে হিমশিম খাচ্ছে তাই আমি মনে করি স্থানীয় প্রশাসনের উচিত কলার আড়ৎ গুলিতে নজর দারি বাড়ানো।