UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

koushikkln
নভেম্বর ১৫, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গজী আকবর হোসেন, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নূর আলম শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান, সরকারি টি,এ, ফারুক মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাক্ষ আলহাজ্ব আবু সাইদ খাঁন প্রমুখ।
মেলায় ১১ ক্যাটাগরিতে ছিলো ১১টি স্টল। এতে সরকারি-বেসরকারি অফিসসমূহ, ডিজিটাল সেন্টার, উদ্যোগক্তাগণ  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করেন ও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনি শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এসময়ে সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী বৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।