UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

koushikkln
জুলাই ২৭, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে ২৭জুলাই বুধবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম হোসেন।  উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাসের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  মোঃ তরিকুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  পৌর আওয়ামীলীগের  যুগ্ন সাধারণ সম্পাদক,জালাল আহাম্মেদ বুলবুল,কাজী গোলাম হোসেন বাবলু,  উপজেলা কৃষকলীগের সভাপতি শাজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মন্ডল,
মোংলা পৌর যুবলীগের সভাপতি এস এম কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজিব খান, পৌর সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পিসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।