UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা আটক 

ঊষার আলো
আগস্ট ২, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মোংলায় পাঁচ সন্তানের জননী আপন মেয়েকে ধর্ষনের অভিযোগে ৭০ বছর বয়সী লম্পট বৃদ্ধ বাবা কে আটক করেছে পুলিশ। সোমবার(২ আগষ্ট) ধর্ষক পিতা আবদুল হক কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় তার বিরুদ্ধে ধর্ষণের শিকার মেয়ে বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। মোংলা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
মামলার সুত্রে জানা যায়, পৌর শহরের মোর্শেদ সড়কে নুরুন্নাহার রোমানার বাড়ীতে আব্দুল হক হাওলাদার তার মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। মেয়ের স্বামী আসাদ শেখ খুলনায় দিন মজুরি কাজ করেন। গত ৩০ জুলাই রাত সাড়ে ১২ টায় স্বামীর অনুপস্থিতে তার বাবা আব্দুল হক হাওলাদার রুমে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন রাতে আবারও একই ঘটনা ঘটাতে গেলে মেয়ে চিৎকার করলে বৃদ্ধ বাবা তার নিজ রুমে চলে যান।
পরে মানসিক যন্ত্রণায় এ ঘটনা তাদের বাড়ীওয়ালা নুরুন্নাহারকে জানালে ধর্ষণের শিকার মেয়েকে নিয়ে থানায় আসে নুরুন্নাহার। পরে বিস্তারিত শুনে এ ঘটনায় বাবা আব্দুল হক হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১২ ধর্ষণ মামলা নেয় পুলিশ। এরপর এদিন রাতেই আবদুল হককে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার মেয়ে পাঁচ সন্তানের জননী। তার গ্রামের বাড়ি বাগেরহাটের শরনখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে বলে জানা গেছে।
(ঊষার আলো-আরএম)