UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পল্লীতে এবার শফি উদ্দিন চাপরাশি (৭০) নামের একজন বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকেরা। বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষনিকভাবে একই গ্রামের শেরজান তালুকদারের ছেলে মোশারফে হোসেন তালুকদার (৫৫) নামের একজন কে পুলিশ আটক করে।

মোরেলগঞ্জ থানার  ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। বৃদ্ধ শফি চাপরাশীর লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হচ্ছে। আর কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।