UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে ফাঁসির দাবিতে মানববন্ধন

usharalodesk
মে ২৪, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে মোঃ ইউসুফ শেখ হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৪ মে) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের জয়ডিহি নামক স্থানে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারী-পুরুষ নর্বিশেষে সহস্রাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা করেন স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মাদ মোল্লা, নিহত মোঃ ইউসুফ শেখের স্ত্রী সমিরণ বেগম, ছেলে আব্দুর রাজ্জাক শেখ, লাহিজুর শেখ, স্থানীয়বাসিন্দা কাউছার আহমেদ মৃধা, শিক্ষক ওসমান গনি, গোলাম সরোয়ার, আব্দুর রহমান মোল্লা প্রমুখ।
৭৫ বছর বয়সী একজন বৃদ্ধকে ঘরে ঢুকে নির্মমভাবে হত্যা করেছে। যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। ৭২ জন আসামীর মাত্র ৮জনকে পুলিশ গ্রেফতার করেছেন। অন্য আসামীরা এলাকায় ‍ঘুরে বেড়াচ্ছে। বাদী ও নিহতের আত্মীয় স্বজনকে মামলা তুলে নিতে হুমকী-ধামকীও দিচ্ছে। অতিদ্রুত অন্য আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৪ মে ফজরের আজানের আগ মুহুর্তে মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামে নিজ বাড়িতে ঘুম থাকা অবস্থায় ইউসুফ শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরে তার ভাইয়ের ছেলে ইনছান শেখ বাদী হয়ে ৭২ জনকে আসামী করে মোল্লাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরে মোল্লাহাট থানা পুলিশ এজাহার নামী ৪জন এবং র‌্যাব-৬ খুলনা আরও ৪ জনকে গ্রেফতার করে।