UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

ঊষার আলো
নভেম্বর ১৭, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে মোহাম্মদপুরের টাউন হল বাজারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্যের বিশুদ্ধতা পরিবীক্ষণ ও বিচারিক কার্যক্রম বিভাগের পরিচালক ড. সহদেব চন্দ্রসাহার নেতৃত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুড প্ল্যানিং এন্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হচ্ছে।

অভিযানে মাছ, সবজি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুনগত মান পরীক্ষা করা হয়। নিষিদ্ধ বাঘাইর মাছ বাজেয়াপ্ত করার নির্দেশনা দেওয়া হয়।

ঊষার আলো-এসএ