বাগেরহাট প্রতিনিধি : বাগরেহাটের মোরলেগঞ্জ উপজেলার পানগুছি নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছে পাওয়া অবৈধ প্রায় ৪ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে ভষ্মীভূত করেছে মৎস্য বিভাগ।
বাগরেহাট জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসলে বুধবার সকালে এ প্রতিবেদক কে জানান মৎস্য সম্পদ রক্ষা ও এর বংশ বৃদ্ধরি জন্য সরকারি ভাবে এ বিশেষ অভিযান চালানো হয়। মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এর নেতৃত্বে পানগুছি নদীতে অভিযান চালিয়ে চারটি জাল আটক করেন। আটককৃত জাল উপজেলার কোস্ট গার্ড ক্যাম্প সংলগ্ন বালুর মাঠে আগুনে পুরে ভষ্মীভূত করা হয়।
এ সময় কচুয়া উপজলো সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনাব কুমার রায় ও শরণখোলা স্টেশন কোস্ট গার্ড কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঊষার আলো-এফএসপি)