ঊষার আলো রিপোর্ট : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাঁঠালতলির চুকারপুঞ্জি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
আটককৃতরা হলেন- সায়েদ আহমেদ ও কামাল হোসেন। তাদের ২ জনের বাড়ি বড়লেখা উপজেলার বাড্ডা এলাকায়।
জাহাঙ্গীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুকারপুঞ্জি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় মাদক ব্যবসায়ীরা অতি কৌশলে ১১৬ বোতল ফেনসিডিল প্লাস্টিকের ড্রামের ভেতর ঢুকিয়ে পাচারের চেষ্টা কারে। এরপর পুলিশ হাতেনাতে ২ জনকে ফেনসিডিলসহ গ্রেফতার করে।
(ঊষার আলো-এম.এইচ)