UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচসেরা মুশফিক, প্রাইজমানি দেবেন বন্যার্তদের

usharalodesk
আগস্ট ২৫, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলে এই প্রথম জয় পেল টাইগাররা।

দলের জয়ে অসাধারণ ব্যাটিং করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ৩৪১ বল বল খেলে ২২টি চার আর একটি ছক্কার সাহায্যে ১৯১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। তার এমন ইনিংসের কারণেই প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রান করে ১১১ রানের লিড পায় বাংলাদেশ।

১১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪৬ রানে অলআউট হয়। ৩০ রানের টার্গেট তাড়ায় ১০ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ম্যাচসেরা হন মুশফিকুর রহিম।

প্রথম ইনিংসে ১৯১ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। এটা তার সবচেয়ে সুন্দর ইনিংসগুলোর একটি, বলেছেন মুশফিক। এ জয়ের জন্য সব খেলোয়াড়কেই কৃতিত্ব দিয়েছেন তিনি, বিশেষ করে এ সিরিজের জন্য তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেজন্য। ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দান করে দেবেন বলে জানিয়েছেন মুশফিক।

ঊষার আলো-এসএ