UsharAlo logo
মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সড়কে ঝরলো দুই প্রাণ

ঊষার আলো
এপ্রিল ২৭, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :ময়মনসিংহের তারাকান্দায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে আসছিল। পথে বাগুন্দা মোড়ে আসতেই বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যায়। এ সময় আহত হয় আরও ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ঊষার আলো-এসএ