ক্রীড়া ডেস্ক :পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ যমজ সন্তানের বাবা হয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে সংবাদটি নিশ্চিত করেছেন এই ক্রিকেটারের বাবা।
গত বছরের নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন পাকিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ ফাহিম আশরাফ।
যমজ সন্তান জন্মের খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন ফাহিমের সতীর্থ এবং ভক্তরা।
২০১৭ সালে জুনে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ফাহিম। পরে দলের অন্যতম কার্যকরী অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত ৩০ বছর বয়সি এই ক্রিকেটার।
ঊষার আলো-এসএ