UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে আরেক যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

usharalodesk
ডিসেম্বর ১, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

লিখিত পদত্যাগপত্রে সজীব উল্লেখ করেছেন-২৬ নভেম্বর ঘোষিত কমিটিতে চরম বৈষম্যের শিকার হয়েছে ছাত্র-জনতা। আন্দোলনের সহযোদ্ধারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ভ‚মিকা রেখেছে। কিন্তু আমরা নিজেরাই ছাত্রলীগকে পুর্নবাসন করছি। যা আমাদের জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সজীব বলেন, যারা সরাসরি ছাত্রলীগের সভা সমাবেশে যোগ দিয়েছেন, নেতাকর্মীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অথচ এই বিপ্লবের সঙ্গে সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এমন অনেককেই কমিটিতে রাখা হয়নি।

এ ব্যাপারে জানতে জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খানের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি।

ঊষার আলো-এসএ