UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে কোয়ারেন্টাইনে থাকা দু্ই ব্যক্তির মৃত্যু

usharalodesk
মে ২১, ২০২১ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো ডেস্ক : যশোরে কোয়ারেন্টাইনে থাকা এই পর্যন্ত ভারত ফেরত দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ মাসের শিশুসহ ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন। তবে মৃত দুই জন করোনায় নয় অন্য রোগে মারা গেছেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর শহরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে (আবাসিক হোটেল) মৃত দুই জন হলেন শরীয়তপুর সদর উপজেলার পালং গ্রামের গৌরাঙ্গ চন্দ্রের ছেলে বিমল চন্দ্র দে (৬০) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আওয়ালেরর স্ত্রী আম্বিয়া খাতুন (৩৩)। এদের মধ্যে বিমল চন্দ্র ফুসফুসে ক্যান্সার ও আম্বিয়া কিডনী রোগে আক্রান্ত ছিলেন।
তারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। সিভিল সার্জন আরও জানান, ভারত ফেরত করোনায় আক্রান্ত ৬ জনের মধ্যে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ৩ জন, আবাসিক হোটেলে ২ জন ও বেনাপোলে একটি আবাসিক হোটেলে ১ জন কোয়ারেন্টাইন থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন। এদের ১ জন ৬ মাসের ও আরেকজন সাড়ে ১০ বছরের শিশু। এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোনে রিপোর্ট খাতার তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২০ মে) রাত ৯ টা পর্যন্ত মোট ২৮ জন করোনা রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ভারত রয়েছেন ১৪ জন।
উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১৬ এপ্রিল থেকে দুই দেশের সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। ভারতে আটকে থাকা বাংলাদেশীরা বিশেষ অনুমতি নিয়ে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফিরছেন। জেলা প্রশাসন ভারত ফেরতদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিচ্ছে।

(ঊষার আলো-এমএনএস)