UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দু’ভাইয়ের মৃত্যু

koushikkln
আগস্ট ৩, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গরুর জন্য মেশিনে ঘাস কাটতে গিয়ে যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ আগস্ট) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাই হলেন তৌহিদুল ইসলাম (৪২) ও রুহুল আমিন (৩৮)। তারা ওই গ্রামের মৃত খেলাফত মোল্লার ছেলে।
তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এদের মধ্যে তৌহিদুল ইসলাম পেশায় হোমিও ডাক্তার।

রাতে যশোর জেনারেল হাসপাতালে তৌহিদুলের ভায়রা ভাই জিল্লুর রহমান জানান, রুহুল আমিন গরুর জন্য মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার চিৎকার শুনে তৌহিদুল ইসলাম দৌড়ে যান। তিনি মনে করেন মেশিন তার ভাইয়ের গায়ের ওপর পড়েছে। তিনি মেশিন ধরে সরাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুই ভাইয়ের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় বলেন, হাসপাতালে তাদের মৃত অবস্থায় আনা হয়েছে।