UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সন্ত্রাসীদের গুলিতে মাছ ব্যবসায়ী নিহত

ঊষার আলো
জানুয়ারি ১১, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে সুব্রত মণ্ডল নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৮টার পরে উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালি স্কুল মাঠের পাশে এ ঘটনা ঘটে।

সুব্রত মণ্ডল অভয়নগর উপজেলার দামুখালি গ্রামের অনাদি মণ্ডলের ছেলে। তিনি ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল হত্যা মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে শামীম বলেন, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে ভবদহ মাছের আড়তে যাচ্ছিলেন সুব্রত মণ্ডল। দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে এ ঘটনায় সন্ত্রাসীরা জড়িত। তারাই ব্যবসায়ী সুব্রত মণ্ডলকে গুলি করে হত্যা করতে পারে বলে জানান তিনি।