UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু

usharalodesk
জুন ১২, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ শতাংশ। এসময়ে করোনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে।
আজ ১২ জুন শনিবার যশোর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। এর মধ্যে ১জন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপর ২জন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, নমুনা সংগ্রহের হার কম থাকায় শনিবার শনাক্তের হার কম হয়েছে। তবে শনাক্তের হার এখনও উদ্বেগজনক। যে কারণে করোনা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছেন প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ৩৮টি মামলা দিয়ে জরিমানাও আদায় করা হয়েছে এবং এ অভিযান আজও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

(ঊষার আলো- এম.এইচ)