ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ডেডিকেডেট আইসোলেশনের রেডজোনে ৯ জন ও সাধারণ ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেছে ২১৯ জন।
জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, ৭২০ জনের নমুনা পরীক্ষা করে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৫০ জন। শনাক্তের হার ৩৫ শতাংশ। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৭ জন।
এদিকে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের আজ তৃতীয় দিন চলছে। লকডাউন বাস্তবায়নে আজো সেনাবাহিনী, বিজিবি, পুলিশের নেতৃত্বে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর টিমকে মাঠে তৎপর দেখা যায়।
(ঊষার আলো- এম.এইচ)