UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরের লেখক প্রণবের প্রথম কাব্যগ্রন্থ স্বপ্নের স্বাধীনতা

koushikkln
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে  যশোরের ছেলে প্রণব মন্ডলের প্রথম যৌথ কাব্যগ্রন্থ ‘স্বপ্নের স্বাধীনতা’। বইটি প্রকাশ করেছে দিপ্রান্তিক প্রকাশনী। সম্পাদনায় ও সংকলনে সহায়তা করেছেন মো: আজিজুল ইসলাম। প্রচ্ছদ করেছে কারুধারা।

প্রণব মন্ডল

যশোর জেলার অভয়নগর থানার ভূলাপাতা গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব মন্ডল।তিনি মধ্যবিত্ত ঘরের ছেলে। ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি অধম্য তৃষ্ণা ছিলো তার।পাখি ডাকা ,ছায়া ঘেরা একটি নিবিড় সবুজের এই জনপদে বেড়ে উঠেছেন ।গ্রামের প্রাথমিক স্কুলে তার লেখাপড়া শুরু হয়।একে একে মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক গন্ডিও তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।পরবর্তীতে সাহিত্যের প্রতি আকৃষ্টতা তার লেখনীকে আরও সমৃদ্ধ করেছে। এরপর স্নাতকে বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজীতে সুযোগ পান। এ সময় থেকে তিনি নিয়মিত পাঠ্যবিষয়ের পাশাপাশি সাহিত্যচর্চা শুরু করেন।পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন।বর্তমানে তিনি দৈনিক আলোকিত ও দৈনিক বাংলাদেশ টাইমস্ ও ইংরেজী পত্রিকা নিউজপেপার অলিপির্য়াড এ জেলা ,উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি যশোর জেলায় বাংলাদেশ ব্রিটিশ কাউসিলের অধীন সরকারি P4D প্রোগ্রামেও যুক্ত।তিনি পত্রিকায় বিভিন্ন কবিতা ,ছড়া ও কলাম লিখেছেন।ছোট -বড় বাংলা ও ইংরেজী মিলে তার অনেক কবিতা বের হয়েছে।

বইটির মূল্য ধরা হয়েছে ১৫০৳ টাকা ।বইটি পাওয়া যাচ্ছে মেলায় ১৩৬ নং স্টলে এবং www. rokomari .com. প্রকাশক বলেন, বইটিতে মানুষের স্বপ্নের স্বাধীনতার সাথে বাস্তবতার অনেক সঙ্গতি দেখানো হয়েছে কবিতাগুলোতে। পাঠক মহলে এটা ভালো সাড়া পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।