ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আবারও মাঠের ক্রিকেটে নেমে পড়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জার্সিতে মেজর লিগ ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। তবে দল জিতলেও অভিষেক ম্যাচে জ্বলে উঠতে পারেননি সাকিব। ব্যাটিংয়ে ইনিংস বড় করতে না পারার পাশাপাশি বোলিংয়েও ছিলেন খরুচে।
নাইট রাইডার্সের হয়ে ৪৫ বলে সর্বোচ্চ ৬৮ রান করেছেন উন্মুক্ত চাঁদ। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে দলে জায়গা না পাওয়ার ঝাঁঝই যেনো দেখালেন উন্মুক্ত।
১৬৩ রান তাড়ায় টেক্সাস থেমে যায় ৮ উইকেটে ১৫০ রান করে। দলটির হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৫৩ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে। চোটের কারণে আইপিএল খেলতে পারেননি কনওয়ে। এবার মাঠে ফিরেই রানের দেখা পেয়েছেন কিউই ওপেনার।
নাইট রাইডার্সের ৪ ওভারে ৩৩ রান খরচায় সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন মার্কিন পেসার আলি খান। এছাড়া সাকিবের শিকার ৩ ওভারে ৩২ রান খরচায় ১ উইকেট। ৩ ওভারে ২৫ রান খরচ করেও উইকেট পাননি আন্দ্রে রাসেল। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আলি খান।
ঊষার আলো-এসএ