UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে ছেড়ে দেওয়া হলো ছয় সমন্বয়ককে

usharalodesk
আগস্ট ১, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিবি কার্যালয়ে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক নিরাপত্তার প্রয়োজন নেই জানিয়েছনে। তাই তারা চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদের বাধা দেওয়া হয়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে ছয় সমন্বয়ককে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

এই ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

এর আগে গত শুক্র ও শনিবার (২৬,২৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়।

পরে রোববার (২৮ জুলাই) রাতে ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ছয় সমন্বয়ক।

বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপর তাদের মুক্তির বিষয়ে রিট করা হয় আদালতে।

ঊষার আলো-এসএ