UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রঞ্জি ট্রফিতে খেলতে নেমে ট্রলের শিকার রোহিতরা

ক্রীড়া ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

টেস্টে ধারাবাহিক ব্যর্থতার পর বোর্ডের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ জারি হয়েছে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারদের ওপর। তাই একরকম বাধ্য হয়েই ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে ফিরতে হয়েছে রোহিত শর্মাসহ একঝাঁক তারকা ক্রিকেটারদের। তবে সেখানেও ব্যর্থ হয়েছেন তারা।

জাতীয় দলের পর রঞ্জিতে ব্যর্থ হয়ে নিজ দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিতসহ ব্যর্থ ক্রিকেটারদের নিয়ে হচ্ছে ট্রল।

জম্মু ও কাশ্মীরের বিপক্ষে এলিট গ্রুপ ‘এ’ এর ম্যাচে মুম্বাইয়ের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরতে হয়েছে রোহিতকে। এদিন ১৯ বল মোকাবেলা করে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরেছেন ভারতীয় অধিনায়ক। তার মতো ব্যর্থ হয়েছেন দলের বাকিরাও। যে কারণে দলটি অলআউট হয় ১২০ রানে।

এদিন মুম্বাইয়ের হয়ে ওপেনার যশস্বী জয়সওয়াল সাজঘরে ফিরেছেন মাত্র ৪ রান করে। এরপর আজিঙ্কা রাহানে সাজঘরে ফেরেন ১২ রান করে। শ্রেয়াস আইয়ার করেন ১১ রান।

রঞ্জিতে ব্যর্থ হওয়া তারকাদের নিয়ে হাস্যরসে মেতেছেন ভক্তরা। বানাচ্ছেন নানা মিম। যেখানে রোহিতকে প্রধান করে করা হচ্ছে হাসিতামাশা। ‘এই ক্রিকেটাররাই কদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন- আর তাদের ঘরোয়া পর্যায়ে এই দুরবস্থা’। এসব নিয়ে মজা করতেও ছাড়ছেন না ক্রিকেটপ্রেমীরা।

ঊষার আলো-এসএ