রমজান মাসের সম্মানে এ বছর আন্তর্জাতিক নারী দিবসের (৮ মার্চ) পরিবর্তে পাকিস্তানের ‘আওরাত মার্চ’ ১১ মে করাচিতে অনুষ্ঠিত হবে।
সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ।
নারী অধিকারের এই আন্দোলন শুধু নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলবে না, পাশাপাশি বেলুচিস্তানে নিখোঁজ ব্যক্তিদের ইস্যু, ফিলিস্তিন ও ইউক্রেনের চলমান সংগ্রামের প্রতিও সংহতি জানাবে বলে আয়োজকরা ঘোষণা দিয়েছেন।
নারী দিবসে করাচি প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আওরাত মার্চের সংগঠকরা এই তথ্য জানান। এ সময় দেশটির বিশিষ্ট সমাজকর্মী, ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ও তেহরিক-ই-নিসওয়ান আন্দোলনের প্রতিষ্ঠাতা শীমা কিরমানি বলেন, এ বছর নারী দিবসে আওরাত মার্চ না করে ১১ মে করাচিতে অনুষ্ঠিত হবে, যেখানে আমরা গৃহকর্মী নারীদের সংগ্রামকে সম্মান জানাব।
তিনি আরও ব্যাখ্যা করেন, বাড়িতে কাজ করা নারীরা আমাদের জানিয়েছেন, রমজান মাসে তাদের জন্য ঘর থেকে বের হওয়া কঠিন। তাই মে মাসকে বেছে নেওয়া হয়েছে, কারণ এই মাস শ্রম দিবস ও আন্তর্জাতিক মা দিবসের জন্য গুরুত্বপূর্ণ, আর আমাদের সমাজের সবচেয়ে বড় শ্রমিক হল নারী। তাই আওরাত মার্চও এই মাসে করা হবে।
‘আওরাত মার্চ’ ২০২৫ শুধু নারীবাদী আন্দোলন নয়, বরং বৃহত্তর সামাজিক ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
ঊষার আলো-এসএ