UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রহমতপুর নবযুগ শিক্ষা সোপান বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ 

koushikkln
ডিসেম্বর ২৬, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: উপজেলার ঐতিহ্যবাহী রহমতপুর নবযুগ শিক্ষা সোপান  মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। “একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক, বিশ্বকে পরিবর্তন করতে পারে।” এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে সোমবার (২৬ ডিসেম্বর)  সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুহুল কুদ্দুস ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার রায় এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোস্তফা ইউসুফ আলম,মাসুম বিল্লাহ সহ শিক্ষার্থী অভিভাবকগণ।
প্রধান শিক্ষক তার বক্তব্য বিদ্যালয়টির নিজস্ব  বৈশিষ্ট্য ও কৃতিত্ব এবং সাফল্যের কথা তুলে ধরলে উপস্থিত অবিভাবক,সুধিমণ্ডলি ও শিক্ষার্থীরা করতালির মাধ্যমে অভিনন্দন জানান। ফলাফল প্রকাশের শেষে প্রতিটা শ্রেণিতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারকারীকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।