UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ও ত্রাণ বিতরণ করে ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন

pial
ডিসেম্বর ১৮, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি : এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শেখপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা, শীতবন্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ফাউন্ডেশনের পক্ষে এসব সহায়তা তুলে দেন ১৩নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া।

এই সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা জাফর আহমেদ, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, ইউপি সদস্য নুরুল ইসলাম, সেকান্দর হোসেন, তপন মল্লিক, মাসুদ পারভেজ, মো: সোহেল, মো: আব্দুল রশিদ প্রমুখ। উল্লেখ্য, নোয়াপাড়া ইউনিয়নের শেখপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মুহাম্মদ জসিম উদ্দিন, হাসান মুরাদ, মহিউদ্দিন (মাইনু) এর ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

(ঊষার আলো-এফএসপি)