UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

রাউজান প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

অতি গরমে অতিষ্ঠ মানুষ বৃষ্টির প্রত্যাশা করলে ও বর্তমানে টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে। ৪/৫ দিনের ভারী টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে রাউজানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, মাছ চাষের পুকুর, খাল-বিল,আমন ধানের রোপণ করা চারা।

পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্নাঞ্চলের মানুষ। নোয়াপাড়া, পাহাড়তলী, উরকিরচর, বিনাজুরী, পশ্চিম গুজরা, বাগোয়ান, হলদিয়া, চিকদাই, নোয়াজিশপুর, রাউজান সদর ইউনিয়ন সহ রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বসতবাড়ি, সড়ক, হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান, বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনায় পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। বিশেষ করে নদীর পাশে থাকা গ্রামগুলো কোমর পানিতে তলিয়ে গেছে। এতে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং খেটে খাওয়া সাধারণ মানুষ। বৃষ্টি ও জোয়ারের পানিতে দুর্ভোগের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা । তারা জানান, বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরো বাড়বে, এতে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে।