UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে কবিরাজ গ্রেফতার

pial
জুন ৭, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : রাজধানীর সাভারে একটি মাদ্রাসার ৪ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল বিভিন্ন সময়ে দেওগাঁও এলাকার দারুস সালাম মাদ্রাসার ৪ শিশু শিক্ষার্থীকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ভণ্ড কবিরাজ জয়নাল আবেদিন। পরে ভুক্তভোগী শিশুরা রাতে যার যার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের ধর্ষণের চেষ্টার বিষয়টি জানালে রাতেই এক শিশুর পরিবার ভণ্ড কবিরাজ জয়নাল আবেদিনকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।এরপর পুলিশ দেওগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওই কবিরাজ বৃদ্ধের ৩ ছেলে ৪ মেয়ে ও ৮-৯ জন নাতি-নাতনি রয়েছে। তার এক নাতি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে।

এই বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলায় বৃদ্ধকে আদালতে প্রেরণ করা হয়েছে সকালেই।

(ঊষার আলো-এসএইস)