UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১ জনের

pial
জুন ১৪, ২০২২ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : রাজধানীর কদমতলীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন হাওলাদার নামে ১২ বছরের এক ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) রাতে ওই এলাকার মেডিক্যাল রোডের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

মৃতের মা নাদিয়া আক্তার বলেন, ইয়াসিন বৈদ্যুতিক তাতাল দিয়ে খেলনার তার জোড়া লাগাচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে সে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাদিয়া আক্তার আরো বলেন, ইয়াসিনের একটি ব্যাগে বৈদ্যুতিক তাতালসহ অনেক কিছু থাকতো। মাঝেমধ্যেই সেগুলো দিয়ে কিছু একটা তৈরির চেষ্টা করতো সে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)