ঊষার আলো রিপোর্ট: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৭০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১৩ হাজার ৫১৩ ইয়াবা, ৪৫৪ গ্রাম হেরোইন, ৫৮৮ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ফেনসিডিল, ১০ বোতল বিদেশি মদ ও ৪ গ্রাম কোকেন জব্দ করা হয়।আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ঊষার আলো-এসএ