ঊষার আলো রিপোর্ট :রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩২ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ (২৮ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে তিন হাজার ৭৩৫ ইয়াবা ও আট কেজি ৭৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
ঊষার আলো-এসএ