ঊষার আলো রিপোর্ট :রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে ৪২৬ ইয়াবা, ১৩.৫ গ্রাম হেরোইন, ৮০ কেজি গাঁজা ও ১০ লিটার মদ জব্দ করা হয়।আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ঊষার আলো-এসএ