UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ২ জনের গলাকাটা লাশ উদ্ধার

usharalodesk
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর গুলশানে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের কুপিয়ে হত্যা করে এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। দুইজনের গলায় ধারাল অস্ত্রের আঘাত ছিল।

শনিবার সকালে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২১ নম্বর প্লটে একটি চায়ের দোকানের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ।

তিনি জানান, নিহতদের একজনের নাম রফিক (৬২)। তার বাড়ি বরিশালের দবদবিয়া গ্রামে।  সাব্বির (১৫) নামে অপরজনের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রায়গঞ্জ বাজার বেপারী পাড়া এলাকায়।

স্থানীয়দের ধারণা, দুইজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। আজকে মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে।

ওসি তৌহিদ জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ঊষার আলো-এসএ