UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর উত্তরায় এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

pial
মে ২২, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর উত্তরার একটি বাসার ৫ তলা ভবন থেকে মোছা. রিমা খাতুন নামে এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রিমা উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকার এক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড প্যাথলজিতে চাকরি করতেন।

শনিবার (২১ মে) রাত সাড়ে ১২টার দিকে দরজা ভেঙে জানালার সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় রিমা খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মোছা. আনোয়ারা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখনও কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত তরুণীর বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার নল বিল পাড়া গ্রামে।

(ঊষার আলো-এসএইস)